সন্দেশ কিশোরদের জন্য কলকাতা থেকে বাংলায় প্রকাশিত জনপ্রিয় মাসিক পত্রিকা। ১৯১৩ সালে এই পত্রিকাটি প্রকাশ করেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, তাঁর মেসার্স ইউ. রায় অ্যান্ড সন্স কোম্পানী। ১৯১৫ সালে উপেন্দ্রকিশোর মারা যাবার পর এর সম্পাদনার ভার নেন তাঁর পুত্র সুকুমার রায়। সুকুমার রায়ের সম্পাদনার সময়েই সন্দেশ একটি অনন্য পত্রিকা হয়ে ওঠে যাতে সাহিত্য রসের সঙ্গে হাস্য ও কৌতুক রস, এবং বিজ্ঞান ও জগৎ সম্বন্ধে তথ্যাদির সমাবেশ ঘটে। তবে সুকুমার পত্রিকাটিতে শিশুদের উদ্যেশ্যেই বেশি লিখতেন। কলকাতা থেকে বাংলায় প্রকাশিত কিশোরদের জন্য বিখ্যাত মাসিক পত্রিকা হলো সন্দেশ যা সম্পাদনায় ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সুবিনয় রায়, সুধাবিন্দু বিশ্বাস, সত্যজিৎ রায়, সুভাষ মুখোপাধ্যায়, লীলা মজুমদার, নলিনী দাশ, বিজয়া রায়, সন্দীপ রায়, সুজয় সোম। ছোটদের বাংলা পত্রিকাগুলোর মধ্যে কিশোর ভারতী, সন্দেশ,  আনন্দমেলা বেশ প্রচলিত।

Trending 9 Radios

Ant Green
LOG IN
Get more offers