মৈত্রেয়ী দেবী ছিলেন একজন বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক যার জন্ম চট্টগ্রামে। তার বিখ্যাত আত্মজীবনীমূলক উপন্যাস "ন হন্যতে" (যার মানে যাকে বিনাশ করা যায় না) তাকে বিশেষ খ্যাতি এনে দেয়। ১৯৭৬ সালে তিনি তার এই অসামান্য উপন্যােসেরর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। সাহিত্য ছাড়াও সমাজ সেবায় অনন্য অবদান রেখেছেন। ১৯৭৭ সালে তিনি ভারতের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন।




Trending 9 Radios

Ant Green
LOG IN
Get more offers