কিন্নর রায় নকশাল আদর্শে অনুপ্রাণিত বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা সাহিত্যিক ও লেখক। নকশা আদর্শেেরর কারণে তিনি জেলও খাটেন। বিভিন্ন ছোট পত্রিকায় তিনি প্রচুর লেখাখেলি করেন। কিছু পত্রিকার সম্পাদকের কাজও করেন। তবে তাঁর নিজের তেমন কোন আয় না থাকায় স্ত্রীর চাকরির উপর অনেকটা নির্ভর করে চলতে হতো। তার প্রায় একটিরও বেশি বই প্রকাশিত হয়েছে।
