সুচিস্মিতা ধর বাংলা সাহিত্যের নবীন হলেও বেশ লেখায় বেশ দক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। তিনি মূলত হরর ঘরানার উপন্যাস বা গল্প বেশি লিখলেও সব ধরনের লেখাতেই তিনি দক্ষ। বর্তমানে তিনি বেশ কিছু লেখার জন্য পাঠকদের মুখে মুখে রয়েছেন।
অনাত্মীয়া pdf link - সুচিস্মিতা ধর Anatmiya pdf by Suchismita Dhar pdf
