সুজন দাশগুপ্ত আমেরিকায় বসবাসরত একজন বাঙালি সাহিত্যিক। একেকবাবু সিরিজের মাধ্যমে গোয়েন্দা কাহিনীততে প্রবেশ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। আনন্দমেলা পত্রিকার মাধ্যমে একেনবাবু সিরিজের সূচনা। একেনবাবু  ছদ্মনামের গোয়েন্দার ভাল হল একেন্দ্র সেন। সচরাচর গোয়েন্দাদের থেকে একেন্দ্র সেনের চেহারা ব্যতিক্রমী ও আলাদা। তিনি মূলত সরকারি গোয়েন্দা। মাথায় টাক নিয়ে স্বল্প খরচ করা এ গোয়েন্দা কিছুটা মিতব্যয়ী, মধ্যবিত্তদের মত জীবন যাপন করা, কিছুটা অগোছালো জীবন। ভদ্রলোকের মত জজীবনযাপন করলেও বুদ্ধিতে তিনি তুলনাহীন। কিছুটা সহাস্যমুখ ভদ্রলোকের মতই দেখতে তিনি। 

শরীরচর্চা নিয়ে একেনবাবুর তেমন কোন মাথাব্যথা নেই। আমেরিকা থেকে অপরাধতত্ত্ব নিয়ে পড়াশুনা করা একেনবাবু সপরিবারে থাকেন কলকাতায়। একেন্দ্র সেনের কাহিনীগুলি লেখেন আমেরিকা প্রবাসী অধ্যাপক বাপিবাবু।

পরিচালক অনির্বাণ মল্লিকের নির্দেশনায় একেনবাবু ওয়ের সিরিজও নির্মান করা হয়েছে। একেনবাবু ওয়েব সিরিজটিও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।  একেনবাবু ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।







একেনবাবু পঞ্চম খণ্ড - সুজন দাশগুপ্ত Ekenbabu Samagra 5 pdf by Sujon Dashgupta


Trending 9 Radios

Ant Green
LOG IN
Get more offers