গোলাম মাওলা নঈম বাংলা সাহিত্যে ওয়েস্টার্নকে নতুন মাত্রা যোগ করেন। সেবা প্রকাশনী ১৯৮৩ সালে প্রথম ওয়েস্টার্ন এর সূচনা করেন। বর্তমানে গোলাম মাওলা নঈম, কাজী আনোয়ার হোসেন, কাজী মায়মূর হোসেন, রওশন জামিলসহ আরো কিছু লেখক ওয়েস্টার্ন লেখা চালিয়ে যাচ্ছেন।

ওয়েস্টার্ন সিরিজের সূচনা সেবা প্রকাশনীর মাধ্যমে। পশ্চিমা বিশ্বের কাহিনীককে কেন্দ্র করে রচিত উপন্যাসগুলোই মূলত ওয়েস্টার্ন গল্প বা উপন্যাস। ১৯৮৩ সালে সেবা প্রকাশনী বাংলা সাহিত্যে ওয়েস্টার্ন গল্পের আগমন ঘটান। 

কাজী মাহবুব হোসেন, রওশন জামিল, শওকত হোসেন, গোলাম মাওলা নঈম, তাহের শামসুদ্দিন এর, কাজী শাহনূর হোসেন এর, রওশন জামিল, কাজী মাহবুব হোসেন, কাজী আনোয়ার হোসেন, ইফতেখার আমিন, নিয়াজ মোরশেদ, সায়েম সোলায়মান, রকিব হাসান, ইসমাইল আরমান, মাসুদ আনোয়ার, কাজী মায়মুর হোসেন, মুহাম্মদ সাইফুল্লাহ, সুমন চৌধুরী, ইফতেখার আমিন, সানোয়ারুল হক রিজভী, জাহিদ হাসান, কাজী এহসানউল্লাহ, আবু মাহদি, ইনাম আহমেদ, দেলোয়ার হোসেন, সৈকত জাহান, সুমন চৌধুরীসহ বেশকিছু লেখক পশ্চিমা সাহিত্যের ওয়েস্টার্নকে বাংলা সাহিত্যের অবিচ্ছেদ্য অংশে পরিনত করার চেস্টা চালিয়ে যাচ্ছেন।

নতুন ওয়েস্টার্ন বই প্রকাশ কমলেও সেবা প্রকাশনী ওয়েস্টার্ন বই প্রকাশ অব্যাহত রাখুক পাঠক সমাজ তাই প্রত্যাশা করে।সেবা প্রকাশনির বই ফ্রি ডাউনলোড করার সুযোগ পেতে আমাদের সাথেই থাকুন। এরফান সিরিজ pdf, সাবাডিয়া সিরিজ, ওয়েস্টার্ন সিরিজ বাংলা সমগ্র পিডিএফ এর পাশাপাশি ওয়েস্টার্ন ছোট গল্প পিডিএফ পাবেন এখানে। সেবা প্রকাশনী menu থেকে সেরা ওয়েস্টার্ন বই তালিকা দেখে নিতে পারেন।





দূরের পাহাড় ১ - গোলাম মাওলা নঈম Durer Pahar 1 by Golam Maola Noim

দূরের পাহাড় দ্বিতীয় খন্ড (ওয়েস্টার্ন) - গোলাম মাওলা নঈম Durer Pahar Part 2 | Golam Mawla Nayeem














অহঙ্কার (ওয়েস্টার্ণ) - গোলাম মাওলা নঈম Ahangkar Golam Mawla Nayeem

সামনে বিপদ - গোলাম মাওলা নঈম Samne Bipod - Golam Mawla Nayeem















ভূমিগ্রাস - গোলাম মওলা নঈম Vumigrass by Golam Mawla Naeem western pdf

Trending 9 Radios

Ant Green
LOG IN
Get more offers