প্রেমাঙ্কুর আতর্থী বাংলা সাহিত্যের কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা। প্রাতিষ্ঠানিকভাবে বেশি দূর লেখাপড়া না করলেও নিজ চেষ্টায় দেশ-বিদেশের সাহিত্য এর ওপর ব্যাপক পাণ্ডিত্য অর্জন করেন। সাহিত্য অর্জনের জন্য তিনি দেশ-বিদেশের নানান লেখক ও বিখ্যাত লেখকদের বই পড়েন। তিনি ছিলেন অ্যাডভেঞ্চারপ্রিয় ও কল্পনাপ্রবনতার লেখাতে তিনি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন। 

চলচ্চিত্রে অভিনয় পরবর্তীতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম বাংলা সবাক চলচ্চিত্র দেনা পাওনা পরিচালনা করেন। এছাড়াও তিনি বহু রম্য রচনা, উপন্যাস লিখে জনপ্রিয়তা অর্জন করেন।






Trending 9 Radios

Ant Green
LOG IN
Get more offers