কবীর সুমন ভারতীয় বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক, লেখক, সাহিত্যিক ও সংসদ সদস্য। গান লেখা, সুর করা ছাড়াও তিনি গদ্য রচনা করে থাকেন। বাংলা গানের নতুন ধারা সৃষ্টিতে তার অবদান অসামান্য। বর্তমানে তিনি একজন সক্রিয় রাজনীতিবিদও। ২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। সঙ্গীতা অবদানের জন্য তিনি বেশকিছু পুরস্কার লাভ করেন। বাংলা সাহিত্য ও সংগীতে তার পদচারণা সমান হারে এগিয়ে চলতে থাকে। কবীর সুমন বাংলাদেশের কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের স্বামী। সুমন চট্টোপাধ্যায় থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে কবীর সুমন নামে পরিচিতি লাভ করেন।
কবীর সুমনের লেখা বইগুলির পিডিএফ নিচের তালিকা থেকে ডাউনলোড পারবেন।
