বিংশ শতাব্দীর ভারতীয় বাঙালি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আধুনিক বাংলা কবিতা অন্যতম পথিকৃৎ। উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা সাহিত্যের অমর হয়ে থাকবেন। আধুনিক সাহিত্য চর্চার জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার লাভ করে থাকেন। ফরিদপুরে দাদার বাড়িতে কাটে শিশু ও কৈশোর কাল। কবির বাবা-মা আছে কলকাতাতে কিন্তু কবি ফরিদপুর থেকেই লেখাপড়া করেন। এখান থেকেই কবি প্রতিভা বিকশিত হতে থাকে। বিভিন্ন সাময়িকী, দৈনিক পত্রিকায় তাঁর লেখা প্রকাশ পেতে থাকে। তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। চর্চার পাশাপাশি ছোটগল্প লিখতেন। তার সৃষ্ট ভাদুড়ী মশাই গোয়েন্দা চরিত্রটি তৎকালীন ব্যাপক সাড়া ফেলে। সাহিত্যের অসামান্য অবদান রাখার জন্য কবি বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার লাভ করেন।





Trending 9 Radios

Ant Green
LOG IN
Get more offers