রকিব হাসান বাংলা সাহিত্যে শিকার কাহিনী, তিন গোয়েন্দাসহ বেশ কিছু গোয়েন্দা কাহিনী লিখে তরুন পাঠক সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন। কিশোরদের জন্য সেরা ও জনপ্রিয় সিরিজ তৈরিতে পাঠক ভোটে সেরার খেতাবে ভূষিত হন তিনি। বিভিন্ন সময় তিনি আবু সাঈদ, জাফর চৌধুরি ছদ্মনামেও তিনি লেখালেখি করেন। তিনি রহস্যপত্রিকা ম্যাগাজিনের একজন সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিন গোয়েন্দার ১৬০টি বই ছাড়াও ৩০ টির বেশি বই তিনি অনুবাদ করেছেন।

বাংলা সাহিত্যে ওয়েস্টার্নের আগমনের ভূমিকা পালনকারি সেবা প্রকাশনীর সাথে তিনি ওতোপ্রোতভাবে জড়িত। সেবা প্রকাশনী থেকে রকিব হাসানের বেশ কিছু ওয়েস্টার্ন প্রকাশিত হয়েছে। এসব ওয়েস্টার্ন পাঠক সমাজে বেশ আলোড়নও তৈরি করেছে।







Trending 9 Radios

Ant Green
LOG IN
Get more offers