রওশন জামিল ১৯৮৫ সালে সেবা প্রকাশনীর মাধ্যমে দাগী আসামী ১ ওয়েস্টার্নের প্রকাশের মধ্য দিয়ে ওয়েস্টার্নের পরিসরকে আরো প্রসারিত করেন। সেবা প্রকাশনী থেকে তাঁর কমপক্ষে ৩০ টি বই প্রকাশ পেয়েছে। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও দীর্ঘ বিরতি দিয়েই বই প্রকাশ করেন। ১৯৮৬ সালে প্রথম একক ওয়েস্টার্ন দিয়ে পথচলা চলমান রাখলেও মাঝখানে ২৪ বছর প্রবাসী জীবনযাপনের কারণে কিছুটা বিরতি দেন। ২০১৮ সাল থেলে অবশ্য আবার ওয়েস্টার্নে ফিরেন ফেরা নামক ওয়েস্টার্ন প্রকাশ করে।
অনেকেই নৃত্যশিল্পী রওশন জামিলের সাথে ওয়েস্টার্ন লেখক রওশন জামিলকে গুলিয়ে ফেলেন। দুজনেই সম্পূর্ণ আলাদা দুজন ব্যক্তি। নৃত্যশিল্পী রওশন জামিল সেরা খল নায়িকা আর ওয়েস্টার্ন লেখক রওশন জামিল লেখক, সাহিত্যিক ও সংস্কৃতমনা।
ওয়েস্টার্ন সিরিজের সূচনা সেবা প্রকাশনীর মাধ্যমে। পশ্চিমা বিশ্বের কাহিনীককে কেন্দ্র করে রচিত উপন্যাসগুলোই মূলত ওয়েস্টার্ন গল্প বা উপন্যাস। ১৯৮৩ সালে সেবা প্রকাশনী বাংলা সাহিত্যে ওয়েস্টার্ন গল্পের আগমন ঘটান।
কাজী মাহবুব হোসেন, রওশন জামিল, শওকত হোসেন, গোলাম মাওলা নঈম, তাহের শামসুদ্দিন এর, কাজী শাহনূর হোসেন এর, রওশন জামিল, কাজী মাহবুব হোসেন, কাজী আনোয়ার হোসেন, ইফতেখার আমিন, নিয়াজ মোরশেদ, সায়েম সোলায়মান, রকিব হাসান, ইসমাইল আরমান, মাসুদ আনোয়ার, কাজী মায়মুর হোসেন, মুহাম্মদ সাইফুল্লাহ, সুমন চৌধুরী, ইফতেখার আমিন, সানোয়ারুল হক রিজভী, জাহিদ হাসান, কাজী এহসানউল্লাহ, আবু মাহদি, ইনাম আহমেদ, দেলোয়ার হোসেন, সৈকত জাহান, সুমন চৌধুরীসহ বেশকিছু লেখক পশ্চিমা সাহিত্যের ওয়েস্টার্নকে বাংলা সাহিত্যের অবিচ্ছেদ্য অংশে পরিনত করার চেস্টা চালিয়ে যাচ্ছেন।
নতুন ওয়েস্টার্ন বই প্রকাশ কমলেও সেবা প্রকাশনী ওয়েস্টার্ন বই প্রকাশ অব্যাহত রাখুক পাঠক সমাজ তাই প্রত্যাশা করে।সেবা প্রকাশনির বই ফ্রি ডাউনলোড করার সুযোগ পেতে আমাদের সাথেই থাকুন। এরফান সিরিজ pdf, সাবাডিয়া সিরিজ, ওয়েস্টার্ন সিরিজ বাংলা সমগ্র পিডিএফ এর পাশাপাশি ওয়েস্টার্ন ছোট গল্প পিডিএফ পাবেন এখানে। সেবা প্রকাশনী menu থেকে সেরা ওয়েস্টার্ন বই তালিকা দেখে নিতে পারেন।
বসতি - রওশন জামিল Boshoti Rawshon Jamil
বাথান - রওশন জামিল Bathan by Rowshan Jamil pdf
