সানোয়ারুল হক রিজভীসহ অন্যান্য লেখকদের প্রাপ্তবয়স্ক ওয়েস্টার্ন বই সমালোচনার মুখোমুখি হলেও জনপ্রিয়তারও কমতি নেই। ওয়েস্টার্ন সিরিজের সূচনা সেবা প্রকাশনীর মাধ্যমে। পশ্চিমা বিশ্বের কাহিনীককে কেন্দ্র করে রচিত উপন্যাসগুলোই মূলত ওয়েস্টার্ন গল্প বা উপন্যাস। ১৯৮৩ সালে সেবা প্রকাশনী বাংলা সাহিত্যে ওয়েস্টার্ন গল্পের আগমন ঘটান।
কাজী মাহবুব হোসেন, রওশন জামিল, শওকত হোসেন, গোলাম মাওলা নঈম, তাহের শামসুদ্দিন এর, কাজী শাহনূর হোসেন এর, রওশন জামিল, কাজী মাহবুব হোসেন, কাজী আনোয়ার হোসেন, ইফতেখার আমিন, নিয়াজ মোরশেদ, সায়েম সোলায়মান, রকিব হাসান, ইসমাইল আরমান, মাসুদ আনোয়ার, কাজী মায়মুর হোসেন, মুহাম্মদ সাইফুল্লাহ, সুমন চৌধুরী, ইফতেখার আমিন, সানোয়ারুল হক রিজভী, জাহিদ হাসান, কাজী এহসানউল্লাহ, আবু মাহদি, ইনাম আহমেদ, দেলোয়ার হোসেন, সৈকত জাহান, সুমন চৌধুরীসহ বেশকিছু লেখক পশ্চিমা সাহিত্যের ওয়েস্টার্নকে বাংলা সাহিত্যের অবিচ্ছেদ্য অংশে পরিনত করার চেস্টা চালিয়ে যাচ্ছেন।
সানোয়ারুল হক রিজভী ওয়েস্টার্ণ বই পিডিএফ ডাউনলোড করুন।
