আইরিশ উপন্যাসিক এবং গল্পকার ব্রাম স্টোকারকে সবাই চেনে ড্রাকুলা স্রষ্টা হিসেবে। হরর আর থ্রিলারধর্মী লেখার কারণে বিশ্বে তিনি সুপরিচিত। জীবিত অবস্থায় তিনি লেখক হিসেবে খুব একটা নাম করতে পারেননি। কিন্তু তার মৃত্যুর পর কাউন্ট ড্রাকুলা গল্প গুলো পাঠক সমাজ ব্যাপক আগ্রহে গ্রহন করেছে। ড্রাকুলা বাংলা অনুবাদ করার পর বাংলা ভাষাভাষীর পাঠকও গ্রহন করেছে। ড্রাকুলা সেবা প্রকাশনী প্রকাশ করে।
