আমেরিকান গল্পকার, উপন্যাসিক, সাহিত্য সমালোচক, সম্পাদক, কবি এডগার অ্যালান পো তার কাব্য ও ছোটগল্পের জন্য বিশ্বব্যাপী পরিচিতি পান। এডগার অ্যালান পোকে মার্কিন যুক্তরাষ্ট্রে ও পুরো আমেরিকান সাহিত্যের রোমান্টিসিজমের একজন স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। তিনি যে সময় ছোটোগল্প লিখতেন সেইসময় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোটগল্প লেখকের সংখ্যা ছিল খুবই সামান্য যা নাই বললেই চলত। এছাড়াও তিনি গোয়েন্দা কথাসাহিত্যের উদ্ভাবক ছিলেন বলে ধারণা করা হয়। শুধু তাই নয় সেইসময়ে সাহিত্যের উদীয়মান ধারা বিজ্ঞানকল্পকাহিনীতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। পোই প্রথম মার্কিন লেখক যিনি শুধুমাত্র লেখার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন, ফলতঃ তাঁর জীবন ছিল আর্থিকভাবে অসচ্ছল। সূত্রঃ উইকিপিডিয়া
