সৈয়দ আতিকুর রহমান বাংলা সাহিত্যের নীরব সাহিত্য যুদ্ধা। তিনি জীবনীগ্রন্থ, অনুবাদ, ওয়েস্টার্নসহ অনেক বই লিখেছেন। অনেক পাঠকই সৈয়দ আতিকুর রহমান সম্পর্কে খুব একটা অবগত নন। সৈয়দ আতিকুর রহমানের লেখা যিনি একবার পড়েছেন তিনিমাত্রই জানেন সাহিত্য সৈয়দ আতিকুর রহমান এর ভাষার কৌশলী ভাবহার সম্পর্কে। তিনি সুনিপুন হাতে কাহিনী বিন্যস্ত করে থাকেন। লেখক বেশকিছু ওয়স্টার্নও লিখেছেন। নতুন ওয়েস্টার্ন বই প্রকাশ কমলেও সেবা প্রকাশনী ওয়েস্টার্ন বই প্রকাশ অব্যাহত রাখুক পাঠক সমাজ তাই প্রত্যাশা করে। সেবা প্রকাশনির বই ফ্রি ডাউনলোড করার সুযোগ পেতে আমাদের সাথেই থাকুন। এরফান সিরিজ pdf, সাবাডিয়া সিরিজ, ওয়েস্টার্ন সিরিজ বাংলা সমগ্র পিডিএফ এর পাশাপাশি ওয়েস্টার্ন ছোট গল্প পিডিএফ পাবেন এখানে। সেবা প্রকাশনী menu থেকে সেরা ওয়েস্টার্ন বই তালিকা দেখে নিতে পারেন।
সৈয়দ আতিকুর রহমানের লেখা ওয়েস্টার্নগুলোর পিডিএফ ডাউনলোড করুন তালিকা থেকে।
